আমার স্বপ্ন যদি লাল গোলাপটা হতো
তোমায় দিয়ে বলতাম আমি দেখো
একে যত্ন করে রেখো ।।
আমার লজ্জা রাঙা গোপন সুখের মতো
পাপড়ি গুলো রঙিন চিঠি হতো
জবাব দিতে পারতে কি আর
যতোই তুমি প্রেমের কাব্য লেখো ।।
আহা থমকে থাকা বুকের কথার মতো
মিষ্টি কিছু সুবাস যদি হতো
তোমার বুকে ছুঁইয়ে দিতাম
বলে দিতাম নতুন কাব্য শেখো ।।