আমার নায়ে পার হইতে
লাগে ষোলোআনা
কম দিলে যাই না আমি
বেশি দিলেও লইনা
হায়রে, কম বেশি কিছু হইলে
বৈঠা আমার চলে না ।।
আনার দিন তো বাঘে খাইছে
আমার কাছে পয়সা আছে
একশো পয়সা চাও গো যদি
দিতে পারি তাই
পয়সা কড়ি চাই না আমি
একটা কথাই শুধু জানি
আনা আনা ষোলোআনা
বুঝে নিতে চাই
বোকা মাঝি হায়রে
আমায় ঠেকালো কি দায় রে
এমন মানুষ দেখছো নি কেউ
পয়সার হিসাব জানেনা ।।
দুই আনারই গোলাপী গাল
দুই আনার ওই রূপেরই ঝাল
চোখের নজর ঠমক ঠমক
ভীরু চার আনা
মরি মরি হায়রে মরণ
আনা আনার একি ধরন
তবুও যে রইলো বাকি
আরো আট আনা
মাইয়া মানুষ হায়রে
বুদ্ধি কিছু নাই রে
মাইয়া মানুষ হায়রে
মাথায় ঘিলু নাই রে
আটানারই মন দেবে
সে কি বুঝো না ।
ষোলোআনার এমন হিসাব
আমি বুঝি না ।
যেদিন তোমার ঘরে আইলাম
সেদিনই তো দিয়া দিলাম
জীবন যৌবন সব মিলাইয়া
আঠারো আনা
ষোলোআনার এমন হিসাব
আমি বুঝি না ।।