আমার মা আর আমার মাটি
এই আমাকেই খুঁজতে দাও,
তোমরা কারা শিকড় ছিঁড়ে
এই আমাকেই মুছতে চাও ?।
তোমার মতো আমার বাঁচাও
জন্মগত অধিকারেই
এই মাটিতে কিসের বিভেদ
রক্ত সবার এক আকারেই
এক মাটি-মা’র সন্তানেরা
কোন বিভেদে যুঝতে চাও ?।
তোমার মুখে আমার মুখেও
বাংলা ছাড়া ভাষা তো নেই
হোকনা তাতে মিশেল যতোই
মূল তো সবার এই এখানেই ।
এই মিলনের দায় কতোটা
তাও সবাকে বুঝতে দাও ।।
---- মোহাম্মদ রফিকউজ্জামান// ২৩/ ১০/ ২০২১