আমার যা-কিছু ভালো লাগা নিয়ে
কোনো এক সাদা ফুল হয়ে আমি ফুটবো
শুধুই তোমার জন্যে ।
তুমি যেন ছিঁড়ে গুঁজে নিতে পারো চুলের ঘন অরণ্যে ।।


তুমি ছিড়ে নেবে, সে ব্যথায় কী-যে সুখ
মেঘে ঢাকা রাতে যেন খুঁজে পাওয়া একটি তারার মুখ
সেই তারা হতে পারার কামনা, জানবে না জানি অন্যে ।।


সুখের বেদনা বেদনার সুখ, অতি সোজা কথা, তাই না ?
এ নিয়ে তোমার ভাবনা বাড়ুক, চাইনা - আমি তা চাই না ।


তুমি সুখী হলে, পৃথিবীর যতো গান
বুকে নিয়ে সুখে মরে গিয়ে হবো ধন্য প্রেমিক প্রাণ
সেই গানে গানে তোমার হাসিটা ভরবে আরো লাবন্যে ।।


১২ / ০৭ -- ০৪ / ০৯/ ২০১৮