কিছু বোলো না গো
আমার হারানো দিন হারানোই থাক
দ্যাখো না কেমন করে আমার চোখে
আকাশ তাকিয়ে আজ মৌন অবাক ।।
ভুলে যেতে চাই
কি ছিলো আমার
ছিলো কি আজ আর নাই
মুছে দিতে চাই
থাকে যদি কিছু কিছু রাগ ।।
তুমি অকারণ
ডেকো না আমায়
রেখো না আমার মনে মন
জ্বলে জ্বলে আজ
আশাগুলো পুড়ে পুড়ে যাক ।।