আমার) এক জানালা আকাশ ছাড়া
আর তো কিছু নেই
আমি) বৃষ্টি দেখি রৌদ্র দেখি
একটি দুটি পাখিও দেখি
সেই জানালাতেই ।।


আমার) জানালা থেকে একটু দূরে
দালানে কার নীচে
অযথা এক বেহায়া বট
খোঁজে মাটির দিশে
মনকে আমি বোঝাতে চাই
মনস্পতি সেই ।।


স্মৃতির কাছে ফিরবো যতো ভাবী
পাই না খুঁজে হারিয়ে ফেলা চাবি ।


আমি) হারিয়ে গেছি একলা হয়ে
জমানো কংক্রিটে
জানি না তাই কোথায় মাটি
কোথায় ছিল ভিটে
পাই না খুঁজে কোথা-ও আজ
আমার আমাকেই ।।