আমার বুকের কষ্টের মতো
গলে গলে নামে জোছনা
যেন) রুপালী সুতায় নকশী কাঁথায়
ব্যথার কাব্য রচনা ।।
আমার গানেরই কবিতার মতো
বিন্দু বিন্দু শিশির নিহত
তুমি চলে গেলে রাত্রিও কাঁদে
সে কথা তুমিতো বুঝো না ।।
হাসির আড়ালে সারারাত ধরে
জমছে কান্না বুকের ভিতরে
স্মৃতি হয়ে মাঝে জমছে কুয়াশা
দু'পাড়ে দাঁড়িয়ে দু'জনা ।।