আকাশটা তো নীল চিঠি নয়
জানলা খুলেই আমার লেখা পড়বে
মনটা কি আর ময়না পাখি
সোনার শিকল দিলেই বাঁধা পরবে ।।
শুধু শুধুই কেন বলো ভাববো
আমি কি কারো ঢলো ঢলো
কাঁচা প্রেমের কাব্য
দু'চোখ কি আর জলের মুকুর
কারো ছায়া পরবে ।।
ভালো লাগার ভুলে কেন জ্বলবো
আমি তো নিজেই জেনে শুনে
চেনা পথে চলবো
সময় এখন এমন তো নয়
কারো কথাই শুধু মনে পড়বে ।।