আকাশে মাটিতে মেশামিশি সে তো চোখের দেখার ভুল
মাটিতে দাঁড়ানো মানুষের চোখ
বিভ্রান্তিতে  ভাবে পেয়ে গেছে অসীমের কোনো কূল ।।


অথচ কখনো নিজের গভীরে চায় না  
যেখানে খুঁজলে পেতো এক প্রিয় আয়না
তাকে ছোঁয়া নয়, ধারণ করাই প্রেম-সাধনার মূল ।।


বড় দুস্তর, বড়োই অপার
আয়নাখানির এপার-ওপার  
ফোটাতে পারলে নিজের বিম্ব,তবেই খুলবে দ্বার ।  


গহীনে তাকিয়ে যখন চেতনা থামতো
সরিয়ে আড়াল সে অসীম নীচে নামতো  
মিশে একাকার হবার পরেই ফুটতো প্রেমের ফুল ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান // ১৬/ ১২/ ২০২২