আজ এই সন্ধ্যার মেঘ ----
পূরবীর শেষ তানে যতোই ছড়াক তার রঙের আবেগ,
সে নিজেই জানে এই অনুরাগ তার
পলকে আড়াল করে মায়াবিনী রাতের আঁধার ।।


তারপর আসে কোনো নতুন সকাল  
নতুন গানের কবি দেয় গেঁথে শব্দকে নতুন ঘুঙুরে  
সে শব্দ বাঁধা হয় নতুন ছন্দে কোনো ভৈরবী সুরে  
নতুন নতুন পাখী ভার নেয় সে গান সাধার ।।  


কিছুই থাকে না
যা যায় তা চলে যায়, কেউ তাকে ফেরাতে ডাকে না ।


একদিন হয়ে যাবো চোখের আড়াল
ক’জন খোদাই করে শেষ-দেখা দৃশ্যেকে স্মৃতির দেয়ালে  
সে দৃশ্য মুছে দেয় নতুন ত্রস্ত তুলি তার দ্রোহকালে  
নতুন ঝলক আনে বিস্ময়, নতুন ধাঁধার ।।  
--- মোহাম্মদ রফিকউজ্জামান // ২৬/০৩/২০২০