আজ বড় সুখে দুটি চোখে
জল এসে যায়
শত জনমের সাধনা আমার
মরণেও যেন না হারায় ।।
ভালোবেসে কাছে এসে
এ কেমন সুখ
শিহরণে ক্ষণে ক্ষণে
কেঁপে ওঠে বুক
আমাকে তুমি রেখো চিরদিন
তোমার ঐ চোখেরই তারায় ।।
গানে গানে কানে কানে
বলো বার বার
ফুরাবে না হারাবে না
ভালোবাসা আর
নিজেকে আমি খুঁজে পেতে চাই
চিরদিন তোমারই ছায়ায় ।।