আজ আমার কনক চাঁপা ভোর,
মায়ের হাসি ঝরছে যেন
সোনা-রোদের ঝর্ণাতে অঝোর ।।
বৃক্ষ-লতা পাতার ফাঁকে
কী মধু-ঘ্রাণ ছলকে ডাকে
ভাসিয়ে দেয় উঠানসহ কাঁচা ঘর ও দোর ।।
জানি সে ঘর নেই,
ইট-পাথুরে নগরবাসী
কোথায় খুঁজি মায়ের হাসি
একা একান্তেই ।
আজ না-জানি এ কোন টানে
ফিরে এলাম সেই উঠানে
মা যেন তার আদর দিয়ে করে প্রাণ বিভোর ।।
---- মোহাম্মদ রফিকউজ্জামান