আগুনের রঙ্গ পোড়াবেই অঙ্গ
জেনেও চাই যে তারই সঙ্গ
পতঙ্গ আমি জেনেও চাই যে তারই সঙ্গ ।।
ছুটে আসে ঢেউ বালুকা বেলায়
ভেঙে ফিরে যায় প্রণয়ের খেলায়
আমারও হোক না হৃদয় ভঙ্গ
তরঙ্গ আমি, আমারও হোক না হৃদয় ভঙ্গ ।।
পাখি কেঁদে কয় নীলিমাকে চাই
নীলিমা তাকে দিলো না তো ঠাঁই
আমারও স্বপ্ন যে অনঙ্গ
বিহঙ্গ আমি, আমারও স্বপ্ন যে অনঙ্গ ।।