.           আগম নিগম সুগম ক'রে
            কুম্ভক রেচক দমে ধ'রে
            যুগল সাধন কর;
            দেহের মাঝেই দেহাতীতে হবি স্বয়ম্বর ।।


            ত্রিদ্বারে ত্রিধারা যখন বয়
তখন--    ত্রিবেণী সংগমের সময় হয়
সেই--     তিথির সকল রীতি মেনেই
            ডুব দিয়ে দ্যাখ্ কে অবিনশ্বর ।।


            দেহাতীতের কেমন ধরণ
            তোর রূপে তার অরূপ গড়ন
তোর--    বিনাশ কভু হবে না আর
            তার মাঝে তোর হ'লে মরণ ।


            যুগলে জিয়ন্তে মরণ যার
ও তার--  সাধনে উন্মুক্ত সকল দ্বার
সেই--     যুগল যোগে বলে জামান
            রূপ মাঝেই তুই অরূপে সুন্দর ।।