আছে- বন্যা প্লাবন খরা
আছে- কষ্ট দুঃখ জরা
  তারপরও এই দেশ আমাদের
  প্রাণ প্রাচুর্যে ভরা ।।


  চাষী বয় হাল লাঙল জোয়াল
  সবুজ কবিতা লেখে
  দৃষ্টি জুড়ায় ছায়া ঢাকা গ্রাম
  সুনিবিড় গৃহ দেখে ।
কোটি- শ্রমজীবী নরনারী
বলে- আমরা গড়তে পারি
  সাজানো স্বদেশ স্বপ্ন জাগানো
  পৃথিবী অবাক করা ।।


  কত বর্ণের কত ধর্মের
  বসবাস পাশাপাশি
  পালা পার্বন উৎসবে সব
  একাকার হয়ে আসি ।
  আজো- গৌরবে তুলে মাথা
আছে-সৃষ্টি কৃষ্টি গাঁথা
  অতি সুপ্রাচীন সভ্যতা থেকে
  গড়া এ পরম্পরা ।।