আবার নতুন গান শোনাবো, ভেবো না মন মরে গেছে
একটুখানি বদ-হাওয়াতে ঝরার যা তা ঝরে গেছে ।।


তালে লয়ে সুরের তানে থাকতেও তো পারে যতি
তাতে আরো রূপ বেড়ে যায়, হয়না গানের কোনো ক্ষতি ।
কেউ ভাবে না এই থামাতে ----- সুর কোথাও সরে গেছে ।।


জ্বাললে আলো পড়েই কালি,
তাতে কি ভয় পেলে চলে
মুছে নিলেই ঠিকই জ্বলে ।


কিছু কিছু কালির ছোঁয়া ঝাড়বাতিতে লেগেছিলো
চিনে নেয়া সেই কালিকেই হয়তো সময় মুছে দিলো
রং-বাহারী উজ্জ্বলতা ----- সুর-সোহাগে ভরে গেছে ।।


১৫ / ১০ / ২০১৭