আবার দেখা না হলে দোষ কি ছিল
সেই তো নতুন করে দুঃখ পাওয়া
সেই তো কান্না মুছে বিদায় চাওয়া ।।


এইভাবে মুখোমুখী দাঁড়িয়ে দু'জন
নিরব প্রশ্ন রেখে লাভ কি
খুঁজে পাবে কোনোই জবাব কি?
শুধু শুধু নিঃশ্বাসে ভারি করা বুকের হাওয়া ।।


কার দোষে কি হয়েছে সে কথা ভেবেই
অতীত খুঁজছো তুমি হয়তো
পাবে না সে হারানো সময়তো
অবশেষে যন্ত্রণা বুকে নিয়ে ফিরেই যাওয়া ।।