বাংলাদেশের আকাশে যেই
উঠলো ফুটে চাঁদের হাসি
বললো আকাশ এ দেশটাকে ভালোবাসি
এ দেশটাকে ভালোবাসি ।।
আনন্দ তার ছুঁয়ে গেল অন্তরে অন্তরে
খুশির ধ্বনি প্রতিধ্বনি প্রতি ঘরে ঘরে
সব ভেদাভেদ ভুলে প্রাণে
উঠলো বেজে মিলন বাঁশি ।
আমরা বলি এদেশ তোমায়
ভালোবাসি ভালোবাসি ।।
অনন্ত কোন আলোক ধারা সঞ্চারে সঞ্চারে
শহর নগর গ্রামান্তরে ছড়ায় একাকারে
এক হয়ে তাই বিভেদ ভুলে
দাঁড়াই পাশাপাশি ।
আমরা বলি এদেশ তোমায়
ভালোবাসি ভালোবাসি ।।