সূর্য উঠে সূর্য ডুবে
সূর্য জ্বলে থাকে সদাই,
সূর্যের অস্ত দেখে কেউ
ভাবিস নারে হল বিদায় ।


দিনের শেষে রাত আসিলে
বিচলিত হইও না,
আলো আঁধারের এই খেলা
পৃথিবী তো থামে না,
রাতের গভীর আঁধার শেষে
সূর্যোদয় অপেক্ষায় ।


লবন সাগর হইতে আসে
আবার জলে মিশে যায়,
সৃষ্টি স্থিতির এই বিলাসে
পৃথ্বী ঘুর্ণিপাক খায় ।


রাতের বুকেই ঘুমিয়ে থাকে
দিনের আলো বেলা শেষে,
কষ্টের কালো পথের বাঁকে
ভির্মি খায় সব কায়ক্লেশে,
থেমে থাকা জীবন আবার
জোয়ার এলেই উছলায় ।