জলেই লবন থাকে আবার
জলেই লবন গলে,
বিধাতার এই লীলা খেলা
কয়জন বুজতে পারে ।


আবার, আকাশেতে জল উড়ে
ঝরঝরাইয়া পরে,
জলের মধ্যে জলের বাসা
জলেই জল বাড়ে,
চোখের জলে দুঃখের ভেলা
পাল উড়াইতে পারে ;
বিধাতার এই লীলা খেলা
কয়জন বুজতে পারে ।


হাড্ডি মাংসের এই দেহ
জলে ভরা জল প্রবাহ,
তা'রি মাঝে করছে খেলা
হিংসা বিদ্বেষ প্রেম বিরহ ,
জলের ছলে জলের তলে
কেউ কি দেখতে পারে !