আমি যদি বন্ধুর লাইগ্যা
কইলজার বড়া করতে যাই,
বন্ধু আমার কইব নিশ্চয়ই
'এই কইলজা পোকে খায়' ।


আমি করব কি এখন
কইলজা ছিঁড়া দিয়াও যদি
না পাই সুজন বন্ধুর মন ;
বন্ধুরে দেওয়ার মতো
রইল আমার আর কি ধন !


বন্ধুর প্রেমে অন্ধ হইয়া
সারা জীবন জইল্যা পুইড়া
গুইল্যা খাইলাম লাজ শরম,
কলঙ্কের বোঝা মাথায় লইয়া
এখন শুধু বাকী মরন ।