দয়াল, ও দয়াল
তোমার ছয় চাকার এই গাড়ি খানায়
নয়টা দড়জা কেনে !
চোরেরা সব চুরি করে পালায় দিনে দিনে ।


দয়াল, তোমার এই দুনিয়ায়
চলছে গাড়ি হাওয়ায় হাওয়ায়
কত যাত্রী উঠে নামে
হিসাব তো তার নাই,
ষ্টিয়ারিংটা ঘুড়ে শুধু ড্রাইবার বিনে
মাল পত্তরে বোঝাই গাড়ি কয়জনে চিনে ;


পেট্রোল গ্যাসের এই জগতে
মেট্রো রেলের হাই গতিতে
দমের গাড়ি সঠিক রাস্তা ক্যামনে চিনে !


দয়াল তুমি, দুরে থেকে
নাটাই সুতা হাতে রেখে
উড়াও ঘুড়ি নীল আকাশে
কত রঙে রঙ্গীন বাতাসে,
সময় হলেই আবার দয়াল, ক্যামনে
তুমি বিনে সুতায় কাছে নাও টেনে !