নতুন যুগ সূচিতে পথ চলা শুরু করেছে যারা
মরুসম পৃথিবীর নানান বাধা তাদের করিবে তাড়া ।
প্রভু ! দিও আশিস তব উদার কর উজাড় করি
তৃষ্ণায় দিও পত্রপুটে ভরি নির্ঝরের শীতল বারি ।
তার বুকের আশা চুরি করিলে নিশা
তুমি আসি দিও ভরসা ।
মায়াবন্দিত যারা হয়েছে দিশেহারা
ভেঙে দাও তাদের কারা ।
করুন তুমি তরুন খুনে অভয় প্রদীপ জ্বালো
সকল ঝঞ্ঝা মাঝে পায় যেন তার স্নিগ্ধ আলো ।
কিরনমালী নব প্রত্যুষে সুবর্ন কিরন দাও ঢালি ।
পার হয় তারা যেন তব তেজে মরুর তপ্ত বালি ।
মায়ামৃগ বেশ ধরে মায়াহীন তীর্থতীরে
প্রলোভিত করো না তারে ।
আলপনা দিয়ে ঘেরা তুলসীতলায় সারা
প্রদীপশিখা জ্বালাতে আসিছে তারা ।
*******