চলে যায় এই সুদূরের পিয়াসী তোমারি খোঁজে
          জানি না মোর মনের মাঝে
          কোন কামিনীর পদধ্বনি বাজে ।
তব প্রেম সুরা মম কাঙ্খিত হিয়াতলে ঝলকে
গগনের বুকে চিক্কুরের মতন পলকে পলকে ।
নিমগ্ন রহি আমি সেই সুন্দরের ভাবনায়
শত কাজের ফাঁকে,শত ভিড়ের মাঝে ।


আমার এই চরম খরদিনে তোমারি কল্পিত বানী
ফাগুনের রঙে রাঙে ওগো মধুরভাষিনী ।
নাহি জানি কোন প্রত‍্যুষে মোর কামনার নির্ঝরধারা
পাইবে তোমার হৃদয় সিন্ধুর দুয়ার ।
           ঘুমে-জাগরনে ভেবে হই দিশেহারা―
           যদি কোনোদিন পৌঁছে যাই ঘরে তোমার
           কেমনে তুমি লুটাবে শরমে-লাজে !
            কেমনে তুমি সাজিবে বধূর সাজে !


                    **********