(১)
শরৎ গগনের সুনীল কোনে লুকিয়ে কে তুমি নীলনয়নী:
কোন কবির মানসদেবী তুমি, কোন হৃদয়ের অবলা বাণী।
অদৃষ্ট তুমি তবু চিরদৃষ্ট মেঘপরীর সম
তব নিঃশ্বাসে হিন্দোলিত হৃদয় মম
ডাকে তোমা অবিরাম, অবিশ্রান্ত কণ্ঠে
নাহি থামে, নাহি ঢাকে আর ব্যথাশ্রূ অবগুণ্ঠে।
বিশ্বরুপের স্রষ্টা ওগো সকল রুপের রানি
তুমি বিরহী প্রেমিকের চিরপরিচিত রাগিনী।
তব কুন্তুল সুবাসে সুবাসিত অনিল,
তব সুরে ধাবিত তটিনী সলিল।
জ্যোতির্ময়ী তুমি, তব তনু ভরি' আলোর বাহার
মানায় হার রবি-শশী শত শত গ্রহ-তারকার।
চরন পরশে ধন্য হয় তব পথের তৃনদল
তারা পায় ঠাঁই তব সুখ বেদনার হিমতল।
এ কোন মায়ার ঘোরে ফেলিয়াছ ওগো মায়াবিনী
না হেরিলেও তোমারে শুনিয়াছি তব নূপুর-কঙ্কন ধ্বনি।
-----------------