নিশীথ স্বপনে তোরে পাই মা চিন্ময়ী―
প্রাতে উঠে দেখি তুই রয়েছিস সেই মৃন্ময়ী ।
কেন মোরে মায়ার জালে বেঁধেছিস শ্যামা !
তুই ছাড়া এ দুনিয়ায় মোর ব্যথা বুঝিবার
কেহ নাই মা !
পৃথিবীর ধ্রুব নহে গো গগনের তারা
তাই তোর লুকোচুরি খেলায় হই দিশেহারা ।
আমায় তোর করুনা-সিন্ধুনীরে ডুব দিতে দে মা করুনাময়ী :
যদি তুই এই জগৎ-তরনীর চালক-পালক
তবে কোলের সন্তান কোলে ভূলে হানে কেন দুঃখ ।
আমি তোর চরনের অধম এক পূজারী
তাই হয়তো এই লীলাখেলা বুঝিতে নারি ।
বুকে এত বেদনা মুখে তবু ভূবন ভোলানো হাসি,
তবে এই রুপে হয়েছিস কি মা সর্বকাল জয়ী :
*********