যদি না ভালোবেসেছিলে মোরে
আজ কী বা হেতু পড়িল তব চরন মোর দুয়ারে ।
আঁধারে পশিয়া নিভিল যেথা মোর জীবনজ্যোতি
তুমি নিভৃতে আসি জ্বালাইলে আলোর বাতি ।
যেথা মোর গান ভূলিল ছন্দ,ভূলিল সুর
গোপনে তোমার প্রেমসুর সাজাইলে মোর
পথের দু-ধারে ।
আজ তুমি আসিলে নম্রনতশিরে সম্মুখে মম
রুপের জলসায় সাজিল চারিধার অমরাবতী সম
চকিতে উঠি চাহিতে তোমা পানে
হেরিলে মোরে ভীরু লাজুক নয়নে ।
বরন করিয়া মোরে ফুলমালিকা চন্দনে
আশ্রয় দিলে তোমার হৃদয়াসন 'পরে ।
---------------