কে যেন ডেকেছে আমায়
বলে, চলে যেতে হবে
রক্ত মাংসের এ শরীর
ছুড়ে ফেলে যেতে হবে,


এ পৃথিবী ভুলবে আমায়
সময়েই সব মুছে যাবে
কিছুই বাকি রইবে নাই আর
ভোগসুখ আর কি পাবে,


এত স্বপ্ন, এত আশা
এত অহংকার কোথায় তবে
এত স্বার্থ, ভালোবাসা
সব কিছু মিছে মনে হবে,


প্রতিটি ক্ষণের মহৎ কর্ম
ঋত কথার সুস্পর্শ যবে
মন যেন আর কিছু চাহে না
যেতে হবে কোথায় কবে,


যদি দুঃখীর জন্য এ জীবন
সেই অশ্রুতে সুখ হব তবে
ওদের কষ্টে নিজ হৃদি ভাসিয়ে
স্মরণে থাকিব চিরকাল এই ভবে।


কথা : উৎপল চন্দ্র দাস
সুর : শুভদীপ চক্রবর্তী


©উৎপল চন্দ্র দাস