কার আদেশে রক্ত ঝরায়,   কার বা কাটে কান!
কাপড় খোলে আম জনতায়, যায় না তবুও মান!!


কার হাসিতে কে বা কাঁদে, দু:খ অবিনাশি
পাতিহাঁসের মান খোয়াতে খেকশিয়ালের হাসি।
কোথায় ঘুরে ভাগ্যের চাকা, কোথায় দিলে তেল
মিল- অমিলের মিলন ঘটে, সম্প্রীতিতে জেল।
কোথা থেকে আসে জল, কার বা জলে বাস
নেতা কিনে গলার দড়ি, আম জনতার ফাঁস।
এসব দেখে নির্বাক গায়, দিন বদলের গান!
কাপড় খোলে আম জনতায়, যায় না তবু মান!!


কার ঢোলেতে কে দেয় তালি, কেমন বাঁশির সুর
দুরে গেলে কাছে টানে, কাছে কত দুর।
কোথায় আছে আকাশ সীমা, ধরবো তাহার টুঁটি
অলস প্রহর রঙ বদলের, কাজেই দিলাম ছুটি।
শিঁকড় কেটে দিচ্ছি পানি, গোড়ায় করি গলদ
কার ঘানিতে কে যে টানে, কে যে কলুর বলদ।
হুঁশ হয় না এসব লোকের পেয়েও চন্দ্রদান!
কাপড় খোলে আম জনতায়, যায় না নেতার মান!!