আলোকিত সন্ধ্যাটা রঙ জমকালো
তোমারই আঁচলের রূপের আলো
বর্ণিল লাগে সব, জীবনটা বর্ণিল
তোমারই ছোঁয়া পেয়ে হয় স্বপ্নীল!!
দৃষ্টি তোমার যেন চাঁদের কণা
হাসিতে ঝরে তাই মুক্তোর দানা
ইচ্ছেগোলক রঙ্গ ধাঁধায়
সব গড়মিল!
তোমার বিরহে মনে আগুন জ্বলে
পাথরে জমাট হৃদয় বরফ গলে
কাছে এলে হয়ে যায়
মন গাঙচিল!
তোমারই ছোঁয়া পেয়ে হয় স্বপ্নীল!!