রাখাল! তোমার পাল!
রাখছো কেমন যতন করে, বুক আগলে ভালোবেসে!
হিসেব নেবে মালিক তোমার ফিরলে ঘরে বেলাশেষে।
রাখাল! তোমার পাল!


ইমাম তুমি নেতা তুমি এই জনতার দুঃখ-সুখে
জবাবদিহি সর্ব সময় তোমার কর্ম লোক মুখে
কর্তা তুমি নেতা তুমি এই সংসার এই সমাজে
হিসেব তোমার দিতেই হবে সব দায়িত্ব- কাজে
শাসক তুমি রাখাল তুমি এই জনতার পাল
বিধিবদ্ধ চালাও তাদের শক্ত করে ধরে হাল।


চোখটা রাখো দৃষ্টি সমান সকল স্তরের পরিবেশে।
হিসেব নিবে মালিক তোমার ফিরলে ঘরে বেলাশেষে!!
রাখাল! তোমার পাল!!


পুরুষ তুমি পরিবারের নারী তুমি স্বামীর ঘরে
রাখাল তব জবাবদিহির দায় দায়িত্ব পরস্পরে  
ভৃত্য তুমি গৃহকর্তার রাখাল তারই মালামালে
সন্তান রাখাল জবাবদিহির পিতার ঘরের পালে    
সবাই রাখাল কর্তব্যের নেই দায়িত্বের একপেশে!
হিসেব নিবে মালিক তোমার ফিরলে ঘরে বেলাশেষে!!
রাখাল! তোমার পাল!!