মাটির ঘরে মাটির ফুল
ভাঙ্গা-গড়ায় চলে দুকূল!


স্বপন আসে গভীর ঘোরে
জীবন নদীর মরা-বাঁচা!
দম ফুরোলে রঙ মিটিয়ে
থাকবে পড়ে মাটির খাঁচা!!


আশার কাছে পাশা আছে
ভালোবাসার মরা গাছে
কল্প-ভুবন গড়ি সদাই
ভিত রয়ে যায় শুধু কাঁচা!
.............................
দম ফুরোলে রঙ মিটিয়ে
থাকবে পড়ে মাটির খাঁচা!!


দুঃখ সুখের গল্পকথায়
ইতিহাসের নানা পাতায়
বাকির খাতায় ফাঁকি দিয়ে
রঙ মহলে সাজাই মাচা!
.............................
দম ফুরোলে রঙ মিটিয়ে
থাকবে পড়ে মাটির খাঁচা!!
.................................
২১ ডিসেম্বর রোম: আহমাদ সাজিদ উদাসকবি