কত রাত দেয়ালে
মাথা ঠুকে ঠুকে
তোমার কথা ভেবে ভেবে করেছি পার।
কত দিন আবেগে
চোখের ঐ শ্রাবণে
গোসল করে করে, দেহমন করেছি সাফ।


আহত আত্মারা ভিড়ে জীবনের ঘাটে
গর্হিত বালুকা জমেছে ময়লার হাটে
ঢেউয়ের কাছাকাছি
স্রোতের টানাটানি
জোয়ার এসে এসে গড়েছে জীবনের ধার।


এখনো জীবনে নানা ধাপে রয়েছে অন্ধকার
তবুও আঁধারে জ্বেলেছি প্রদীপ ভালোবাসার
প্রশান্তি অন্তরে
দয়ালু মেহেরবানে
গভীর রাতে ডেকে ডেকে পেয়েছি উপহার।