পরাশ্রীত তনুকা লয়ে
        উদাসী হৃদয়ে
                 কী  জোয়ার ভাটা!
মনের গহীন বনে
        ভাবনার লতাপাতায়
                  ফুটে শুধু কাঁটা!!
ফুল যেন ঝরে গেছে
         শীতের শুষ্কতায়
                   রুক্ষতায় পথ হাঁটা।


অচেনা অসীমের টানে
           উদাসী............
                   কিছুটা হেঁয়ালী
কোথায় কোন স্রোতের মায়া
           মরুতার.............
                    দিগন্ত সোনালী
লক্ষ্য নেই, হারিয়ে গন্তব্য
            অন্ধ মোহে
                     ভাবলেশহীন।
ঠিকানায় পৌঁছার নেই তাগাদা
             ধ্বংসে
                     স্বপ্ন রঙিণ!
খুঁজে ফিরে রসাতলে
           আলেয়ার বাঁকা চাঁদে
                      নিরাশার জোয়ার ভাটা!!


না বোঝার ভান করে
            আলা-ভোলা
                       জীবনের পথে হাঁটা!!


রুদ্ধ কবাট বদ্ধ তালা
              চাবি নিয়ে নিয়তী
                        করে শুধু খেলা
না বোঝার ভান করে
              আকাশের তারা গুণে
                        কাটাই কত বেলা।
সীমা নেই, মায়া নেই
           রুদ্ধ পথিকের
                       সীমাহীন পথ-হাঁটা!!