বলতে পারো ব্যথার সূত্র, কোথায় তাদের বাড়ি!
কেউ কি জানো কেমন করে আসছে সারি সারি!!


কোথা থেকে আসে আবার হঠাৎ চলে যায়
কেমন করে সুখের পরশ ঘাড় মটকে খায়
তাদেরই সাথে যুদ্ধ আমার দীঘল মনের আড়ি!
বলতে পারো ব্যথার বিলাস, কোথায় তাদের বাড়ি!


কোন বাহনে চড়ে আসে কিসের প্রসন্নতায়
পথের ধারে কেমন খাতির কাদের বদান্যতায়
কেমন করে আয়েস-উল্লোল দিচ্ছে তারা পাড়ি!
বলতে পারো ব্যথার তথ্য, কোথায় তাদের বাড়ি!!


কৃষ্ণ সাগর শ্বেতশুভ্রে মাতাল করে যখন
বুকের ভিতর চিত্তপ্রসাদ বৃষ্টি ঝরে তখন
শঙ্কা হয়ে হৃদ-প্রাসাদের ভাঙ্গে নন্দন- হাঁড়ি!
বলতে পারো ব্যথার সূত্র, কোথায় তাদের বাড়ি