যেই ফুল ফুটে আছে
তোমার বাগান গাছে
আমি চেয়ে সে বাতাসে;
তোমার ফুলের 'পরে
কত প্রেম আছে ঝরে
আজ সুরের আকাশে।


সব ফুল তুলে আনি
মালা গাথি একাকিনী
দেব তোমা ভালোবেসে।


তুমি দিয়ে যাও সাড়া
আঁখি পানে চেয়ে মোরা
আজ যে মিলেছি শেষে