তুমি কেন বললে আমায় 'ধরেছে ভীমরতি'
গোপনে ফোন করে গেছ তুমিও শ্রীমতী।


চুপি চুপি ডেকে গেছ সন্ধ্যাবেলার কালে-
আমার দেখে টোল পড়েছে তোমার নরম গালে;
আজ লুকিয়ে বলেছ কথা ভেজা চুলে ঘরে-
এখন দেখি অষ্টপ্রহর আমায় মনে পড়ে।
আমার সাথে মিশলে বলো কী আছে আর ক্ষতি!


আমাকে জানালে তুমি তোমার একলাবেলা
সাধ্য কার ওই মুখেতে করে অবহেলা;
আমার ঘরে নিত্য কাজ তবু আমি আসি
মনে মনে বললে বুঝি আমায় ভালোবাসি।
নিত্য এসে আমার মনে দিয়েছ মালতি।