কতদিন দেখা নেই তনু
সেইপথে আর চলাচল;
সেইদিন মনে পড়ে খুব-
আমি বুঝি বড়ো বেসামাল।


ছুটে গেছি তোমার ও কাছে
শুনেছি যে এসে গেছ রাতে;
কত ফোন করে গেছি আমি
একবার যদি সাক্ষাতে!
ফিরে আসি এ বাড়ির পথে
ছেড়ে দিয়ে সব আশা হাল


ভেজাচুল এলোমেলো থাকে
পিছনেতে আমার এ হাত;
শীতলতা লাগে বুঝি গায়ে
চোখে চোখে কথা সম্পাত।
কতদিন দেখা নেই তনু
সেই পথে দেখা চিরকাল।।
    -------