শুধু কি তোমাকে বন্ধু ভেবেছিলাম!
তা তো নয়, তা তো নয়, তা তো নয়;
তোমাকে বুঝিয়ে খুশিতে ছিল হৃদয়।
দুয়ারে এসেছ, কাছেতে আসোনি
আমার প্রণয়ে ভালোটি বাসোনি
এই দুনিয়ায় আবার হবে তো দেখা
পালিয়ে যাবে না সময়।
তোমাকে---
তোমাকে দেখে খুশি হত মন
পাগল হয়ে উঠেছি আমি তখন
কত কথা খুনসুটি হত বারবার-
তুমি ছিলে আমার প্রতিটি পাতায়।
তোমাকে----