ভালোবেসে মন অবুঝ রতন ভালোবেসে
ভালোবেসে তুই, একে একে দুই ভালোবেসে;
ভালোবেসে আজ এ মনের মাঝে
ভালোবেসে থাক সকাল ও সাঁঝে!
ভালোবেসে।
ভালোবেসে রোদ যত প্রতিশোধ ভালোবেসে
ভালোবেসে হাস পুবের বাতাস ভালোবেসে;
ভালোবেসে চোখ খুঁজেছে আমায়
ভালোবেসে কথা সেই জোছনায়।
ভালোবেসে।