ভালোবেসে দুঃখ পেতে হয়!
দুঃখ যেন থাকে জন্মান্তর;
গোলাপ ফুলে কাঁটার ভয়-
পুড়েছে আমার এ অন্তর।


ভালোবাসার আছে যে দাম
হারাতে হয়েছে সব কিছু;
তাই তোমাকেই হারালাম
মন ঘুরেছে তোমার পিছু।
ভুলেছি যে গোলাপের কাঁটা
নীরব মনেতে দুঃখ পর;


নীরবেতে চলে গেছ তুমি
আছো তুমি আজ বহু দূরে;
ফেলে গেছ আমার এ ভূমি
আমি আছি ভালোবাসা জুড়ে।
আজ একা একা শুধু হাঁটা
আজ বিদীর্ণ হৃদয় ঘর।