প্রিয়তম, ভালোবাসি আমি!
নীরবেতে ভালোবাসা যায়;
চোখের ভিতর নবরত্ন-
ভালোবেসে নিঃস্ব হতে চাই।


সময়ের কাছে কিছু ঋণ,
পলাতক আমি বারোমাস;
তোমার এ যাতনার কাছে
আমার গোপন দীর্ঘশ্বাস।
হিসাব তো মেলাতে যাইনা!
কত পাপ, কত পুণ্য পাই।


তোমাকেই ভালোবাসি আমি
রোজ সেই কাকডাকা ভোরে;
তোমার কথা হৃদয়ে ধরি
নবীন প্রাণের কলস্বরে।
সব যোগ মিলেমিশে আজ
বুঝি ভালোবেসে সীমানায়।