ভালোবাসা রক্তের মতো লাল
ভালোবাসা মৃত্যুর মতো নীল;
ভালোবেসে দিগন্ত হয় কাল
ভালোবাসা আগামীর গাংচিল।
ভালোবাসা রং করা ক্যানভাসে
ভালোবেসে চশমায় সব দেখি
ভালোবাসা প্রশ্নেতে আজ হাসে
ভালোবাসা গোপনেতে তুলে রাখি।
ভালোবেসে আদরেতে অনাবিল।
ভালোবাসা আগামীর---
ভালোবাসা জীবনের নব স্বাদ
ভালোবেসে আমি তুমি একাকার
ভালোবাসা নীরবের প্রতিবাদ
ভালোবাসা হৃদয়ের চিৎকার।
ভালোবাসা আগামীর---
----------