ভালো তুমি বাসো কি না জানি না!
আমার পরান আজ চেয়েছে
তোমায় কাছে তাই পেয়েছে;
তোমায় ছাড়া কিছু ভাবতে পারি না।


যেদিন তোমায় প্রথম দেখি
স্বপ্নমাঝে ছবি আঁকি
তুমি আজি হয়ে আছ  জীবনকণা
তুমি ভিন্ন অন্য কিছু মানি না।


আকাশপথে চন্দ্রতারা
শ্রাবণদিনে বাদলধারা
ওরা কেমন মিশে থাকে বুঝি না।


আমার মনে তুমিই আছ
চিরদিন গোপনে বাঁচো
মালা যেমন থাকে না গো ফুল বিনা।
শুধু তোমার ভালোবাসা বুঝি না।