ভালো থেকো প্রিয়! চিন্তা কোরো না
আমরা আছি তো সখী;
চিরনিদ্রায় শায়িত যে তুমি
ভোলাইয়া রেখেছ আঁখি।


তোমার কর্ম, তোমার স্বপন
পূরণ করার প্রয়াস;
জীবন থাকিতে রেখেছি যে জারি
এই করি অভিলাষ!
তোমার স্বপ্ন তোমার সাধনা
পূরণ করিতে বাকি;


তুমি আজ নেই কাছেতে আমার-
দেবে না ডাকেতে সাড়া;
দিবানিশি এসে চোখে দিয়ে যেও
শুধু দুঃখ বারিধারা।
দূর থেকে শুধু এই অভাগারে
শুধুই আশিস দেখি।