ভালো থেকো জল, অজয়ের ঢল ভালো থেকো-
ভালো থেকো হ্রদ, গোদাবরী নদ ভালো থেকো;
ভালো থেকো কোশী, বাদর- বাদাই
ভালো থেকো ফেনী, ধলা- আত্রাই!
ভালো থেকো ।


ভালো থেকো নূর, পাগলা, পাসুর ভালো থেকো-
ভালো থেকো ঢাকি, সে আঠারোবাঁকি ভালো থেকো;
ভালো থেকো বুড়ি, গাবুরা- গোমতি
ভালো থেকো সতী, মধু-ইছামতী!
ভালো থেকো।


ভালো থেকো ভোলা, কীর্তনখোলা ভালো থেকো
ভালো থেকো ছোয়া মনু-করতোয়া ভালো থেকো;;
ভালো থেকো রতু, তিস্তা-তিতাস
ভালো থেকো শুক, ধানসিঁড়ি পাশ!
ভালো থেকো ।


ভালো থেকো চাড়া, তুমি ঘোড়ামারা ভালো থেকো
ভালো থেকো দিয়া, জলঙ্গীর ধারা ভালো থেকো;
ভালো থেকো টেকা; বউডুবি সব
ভালো থেকো জলা, কালা-ভৈরব!
ভালো থেকো ।


ভালো থেকো খাল, ঝিনাই-চাতাল ভালো থেকো
ভালো থেকো ধার, নদী ফুলহার ভালো থেকো ;
ভালো থেকো বগি, কপোতাক্ষ সহ
ভালো থেকো দ্বীপ, তুমি সুখদহ!
ভালো থেকো ।


ভালো থেকো মন রূপনারায়ণ ভালো থেকো
ভালো থেকো পাড়ি, সে ধলেশ্বরী ভালো থেকো
ভালো থেকো তট, সোনাই-যমুনা
ভালো থেকো স্রোত, আউলিয়াখানা !
ভালো থেকো।