ভালো কি আর বাসিবে না তুমি
তোমার বিছেদ সাথে বেঁচে আছি আমি।


সেদিনের সে প্রথম দেখা-
মনের মাঝে স্বপ্ন লেখা
না বুঝিয়া ওই যমুনায় দিয়েছিলাম ডুব
ওগো বন্ধু তোমায় আমি ভালোবাসি খুব;
সেদিন থেকে তোমার প্রেমে জেগে কাটাই যামী
ভালো কি আর ---


তোমার ছবি ঘরে রাখি,
তোমার নামে ভেজাই আঁখি
হাতটি ধরে তুমি আমায় গান শোনালে সুরে-
সেই সকালে তোমার সাথে পথ হেঁটেছি দূরে;
বোঝোনিতো এ জীবনে তুমি কত দামি!
ভালো কি আর ---


তোমার নামে কাব্য করি শত
ভাবনা মাঝে তুমি অবিরত;
আমার মনে তুমি দিলে কত রঙিন আশা
তাইত বুঝি, তুমি আমার প্রথম ভালোবাসা
কেঁদে সুজিত স্বপ্ন দেখে একটি প্রেমের ভূমি।
ভালো কি আর ---