ভাল্লাগেনা তোমায় ছাড়া তোমায় ছাড়া কিছু
ক্লান্ত বিকেল আমার ঘরে তোমার পিছুপিছু।
উদাস করা সন্ধ্যাবেলা একেলা কেটেছে
একলা ঘরে সময় আমার আজ ভেসে গিয়েছে
স্বপ্নপাখি মেলছে ডানা সময় বেঁধে কিছু।
আকাশ জুড়ে মেঘ করিবে ভালোবাসার পথ
আকাশকুসুম স্বপ্ন নিয়ে ভাসে বুকে রথ।
কাটছে সময় এমন করে আঁখির পাতা নীচু।