আমার আবীর, খোঁপায় পলাশ
নবীন মনের স্বপন বিলাস
ফাগুন দিনে উজানবাতাস বয়।
তোমার প্রেমের আঁচল দোলায়-
শিমূল অশোক মন বাগিচায়
তোমার মনের ও সীমানায়-
নতুন মনে বসন্তটি রয়।
পাগল মন হয়েছে উদাস
বদ্ধ মনে বইছে বাতাস
মধুর দিনে মুঠোয় সুবাস;
মুখর মুখে মধুর কথা লয়।
রঙিন ফাগে ভুবন খেলে-
আঁচল মাঝে স্বপ্ন মেলে
ফুল বাগিচায় পরান খেলে;
ওই ভুবনে আমার পরিচয়।