এতটা শীতল তুমি! এতটা জ্বলন্ত;
এমন অমলভাসে তুমিই বসন্ত!


তব নামে ধরা দেয় এই প্রেমদেশ
স্বপনসন্ধানী তুমি অধরা অশেষ।
আমার দৃষ্টিতে আজ জ্বেলে রাখি আলো-
হাজার সৃষ্টিসুখ সোহাগ ছড়াল;
তোমার স্পর্শেতে আজ আমি আনন্দিত।


মন মাঝে ভেসে আসে সবুজের গান-
আমার বালককালে করি আনচান;
সব ছবি সব কথা, তোমার বুকেতে
আমার মুক্তির গান স্তব্ধতা সুখেতে।
হৃদয়েতে জয়ী তুমি হ য়েছ অনন্ত!


          ******